Logo
Logo
×

খেলা

ক্রিকইনফোর এশিয়ার সেরা একাদশে সাকিব, নেই কোহলি-বাবর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম

ক্রিকইনফোর এশিয়ার সেরা একাদশে সাকিব, নেই কোহলি-বাবর

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেরা পারফর্মারদের নিয়ে একাদশ সাজিয়েছে। 

ক্রিকইনফোর বছাই করা এশিয়ার সেরা একাদশে জায়গা হয়নি ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি, পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। তবে দুর্দান্ত পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

পাকিস্তানিদের মধ্যে জায়গা পেয়েছেন একমাত্র পেসার শাহিন শাহ আফ্রিদি। শ্রীলংকার ব্যাটসম্যাস কুশাল মেন্ডিস, চারিথ আসালঙ্কা ও স্পিনার দুনিথ ভেল্লালাগে আছেন।

এশিয়া কাপে অষ্টমবার চ্যাম্পিয়ন হওয়া ভারতের সুযোগ পেয়েছেন ৫ জন। ছয় দলের এই টুর্নামেন্টে একাদশে জায়গা হয়নি আফগানিস্তান ও নেপালের কোনো খেলোয়াড়ের।

ক্রিকইনফো এশিয়া কাপ একাদশ: শুভমান গিল (ভারত), রোহিত শর্মা (অধিনায়ক, ভারত), কুশাল মেন্ডিস (শ্রীলংকা), লোকেশ রাহুল (ভারত, উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (শ্রীলংকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), হার্দিক পান্ডিয়া (ভারত), দুনিথ ভেল্লালাগে (শ্রীলংকা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), কুলদীপ যাদব (ভারত)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম