Logo
Logo
×

খেলা

শাহ-রউফের পরিবর্তে ইহসানুল্লাহ, হাসনাইন কিংবা আলি কেন নয়?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৩ পিএম

শাহ-রউফের পরিবর্তে ইহসানুল্লাহ, হাসনাইন কিংবা আলি কেন নয়?

শাহ-রউফের পরিবর্তে ইহসানুল্লাহ, হাসনাইন কিংবা আলি কেন নয়?

চলমান এশিয়া কাপ ২০২৩-এ পাকিস্তান ক্রিকেট দল পেস বোলিং সংকটে ভুগছে। কারণ ইনজুরি কেবল তাদের বর্তমান বিকল্প খেলোয়াড়দেরই নয়, তাদের ব্যাকআপ বিকল্পদেরও জর্জরিত করছে।

সোমবার কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের পেসার হারিস রউফ এবং নাসিম শাহ প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি।

ফলস্বরূপ শাহনওয়াজ দাহানি এবং জামান খানকে তাদের ব্যাকআপ হিসেবে ডাকা হয়েছিল, অন্যদিকে মোহাম্মদ হাসনাইন, শাহনওয়াজ দাহানি এবং হাসান আলিকে বিবেচনায় নেওয়া হয়নি।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মহাব্যবস্থাপক নাবিল হাশমি। তিনি দাহানি এবং হাসানের পরিবর্তে এই পেসারদের কেন ডাকা হয়নি তার কারণ ব্যাখ্যা করেছেন।

ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, হাশমি 'এক্স'-এ (টুইটার) দেওয়া পোস্টে লিখেছেন, পাকিস্তানের ব্যাকআপ পেস বিকল্পগুলোও ইনজুরিতে ভুগছে, যার কারণে হাসনাইন, ইহসানউল্লাহকে বাছাই করা হয়নি এবং জামান খান ও দাহানিকে ডাকা হয়েছে। @RealHa55an @LPLT20 #AsiaCup-এ যে আঘাত পেয়েছিলেন তা থেকে সেরে উঠছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম