আজ ভারত-শ্রীলঙ্কা ম্যাচেও কি বাগড়া দেবে বৃষ্টি?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২১ পিএম
প্রায় প্রতিটি ম্যাচে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি
এবারের এশিয়া কাপকে একেবারে পানসে করে দিয়েছে বৃষ্টি। শ্রীলঙ্কায় চলমান টুর্নামেন্টের প্রায় প্রতিটি ম্যাচে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। স্বাভাবিক কারণেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন- আজ ভারত-শ্রীলঙ্কা ম্যাচেও কি বাগড়া দেবে বৃষ্টি?
বৃষ্টির কথা মাথায় রেখেই উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে রাখা হয়েছিল রিজার্ভ ডে। যথারীতি রিজার্ভ ডে-তে গড়িয়েছিল ম্যাচ। গতকাল সোমবার রিজার্ভ ডে-তেও হানা দিয়েছিল বৃষ্টি। অবশ্য শেষ পর্যন্ত ম্যাচে ফল এসেছে।
এদিকে আজ মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগে তৈরি হয়েছে বাড়তি দুশ্চিন্তা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলার পুরোটা সময়ই আজ আবহাওয়া মেঘলা থাকবে। ৮৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সময়ের সঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা থাকলেও আকাশে সারা দিন মেঘ থাকবে।
পূর্বাভাসে বলা হয়েছে, বেলা সাড়ে ৩টায় ম্যাচ শুরুর সময় বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে। তাতে ম্যাচ দেরিতে শুরু হওয়ার সম্ভাবনা বেশি। আর ভারত-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে দুটি দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হবে। কারণ এই ম্যাচের কোনো রিজার্ভ ডে রাখা হয়নি।