Logo
Logo
×

খেলা

সেঞ্চুরিতে ১৩ হাজার রানের রেকর্ড গড়লেন কোহলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১১ পিএম

সেঞ্চুরিতে ১৩ হাজার রানের রেকর্ড গড়লেন কোহলি

পাকিস্তানের বিপক্ষে স্নায়ুচাপের ম্যাচে অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং করেছেন বিরাট কোহলি। ভারতীয় সাবেক এই অধিনায়ক মাত্র ৯৪ বল মোকাবেলা করে ৯টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১২২ রানের অনবদ্য ইনিংস খেলেছেন।

এদিন ওয়ানডে ক্যারিয়ারের ২৭৮তম ম্যাচে ৪৭তম সেঞ্চুরির করার পথে কোহলি ১৩ হাজার রান পূর্ণ করেন। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৩ হাজার রানের মাইলফলক স্পর্মশ করেন কোহলি। তিনি ২৬৭ ইনিংসে ১৩ হাজার রান করেন। 

এই রান করতে স্বদেশি কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের চেয়ে ৫৪ ইনিংস কম খেলেছেন কোহলি। রিকি পন্টিংয়ের চেয়ে ৭৪, কুমারা সঙ্গাকারার চেয়ে ৯৬ এবং সনাৎ জয়সুরিয়ার চেয়ে ১৪৯ ইনিংস কম লেগেছে কোহলির। 

ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার দিক থেকে শচীন শীর্ষে রয়েছেন। তিনি ৪৯টি সেঞ্চুরি হাঁকান। এছাড়া সবাইকে ছাড়িয়ে গেছেন কোহলি। আর দুটি সেঞ্চুরি হলে শচীনকে ছুঁয়ে ফেলবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম