Logo
Logo
×

খেলা

ডেলয়েট কোম্পানিতে বেতন কত সৌরভকন্যার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম

ডেলয়েট কোম্পানিতে বেতন কত সৌরভকন্যার

সৌরভকন্যা সানার এমএসসিটা লন্ডনের ভালো কোনো ইউনিভার্সিটি থেকে করানোর চেষ্টা হচ্ছে। সানা যখন লন্ডন কলেজ অব ইউনিভার্সিটিতে পড়তেন তখনই তিনি পিডব্লিউসিতে ইন্টার্ন করতেন। সেই সময় তিনি বেতন পেতেন ভারতীয় মুদ্রায় আড়াই লাখ রুপি।  

সম্প্রতি লন্ডন কলেজ অব ইউনিভার্সিটিতে ক্যাম্পাস ইন্টারভিউ করেছে বিশ্ববিখ্যাত বাণিজ্য পরামর্শদাতা সংস্থা ডেলয়েট। সানার মেধা তাদের চমৎকৃত করেছে। সৌরভকন্যাকে তারা ট্রেইনি হিসেবে নিযুক্ত করেছে। মাসে বেতন প্রায় তিন লাখ ২৫ হাজার রুপি। পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। 

মেয়ের সাফল্যে মুগ্ধ বাবা সৌরভ বলেন, সানা নিজের মেধাতেই এ চাকরি পেয়েছে। এতে বিশ্ববিখ্যাত বাবার কোনো হাত নেই।

কদিন আগেই সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ব্ল্যাক হ্যাট আর ব্ল্যাক গাউনে সানা গঙ্গোপাধ্যায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সৌরভকন্যার সমাবর্তনের ছবি ছিল সেটি।  

সানা সম্প্রতি লন্ডন কলেজ অব ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক করেছেন। সেই সমাবর্তনে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সস্ত্রীক। ছবিটি তখনই তোলা। 

সৌরভ সানা চাকরি পড়াশোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম