Logo
Logo
×

খেলা

ভারতের বিপক্ষে শাহিনের বোলিংয়ে হতাশ ওয়াকার ইউনিস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম

ভারতের বিপক্ষে শাহিনের বোলিংয়ে হতাশ ওয়াকার ইউনিস

ভারতের বিপক্ষে বহুল প্রত্যাশিত ম্যাচে রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলতে নামে পাকিস্তান ক্রিকেট দল। তবে এ ম্যাচে যেন অচেনা রূপে ধরা দেন পেসার শাহিন শাহ আফ্রিদি। ওপেনিং বোলিংয়ে নেমেই উইকেট না নিয়ে উলটো চার-ছক্কার বন্যা শুরু হয় শাহিনের বোলিংয়ে। খবর ক্রিকেট পাকিস্তানের।

প্রথম ওভারেই শাহিনের বলে ছক্কা মারেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ওভারে তার বলে তিনটি চার হাঁকিয়েছেন শুভমান গিল। তার পঞ্চম ওভারেও তিনটি চার মেরেছেন শুভমান গিল। সব মিলিয়ে প্রথম তিন ওভারেই ৩১ রান দিয়েছেন শাহিন আফ্রিদি। 

শাহিন শাহ আফ্রিদির এমন বোলিংয়ে ক্ষেপেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস। চরম হতাশা প্রকাশ করে তিনি বলেন, শাহিনের বল মোটেও ভালো হয়নি। জায়গামতো বোলিং না করলে, ব্যাটসম্যানদের সমস্যায় ফেলা অসম্ভব। এর আগের ম্যাচেও ১০ ওভার বল করেছিলেন তিনি। তবে খুব ভালো করেছিলেন। এবার মোটেও আশানুরূপ বোলিং হয়নি। 

রোববার টস জিতেও ফিল্ডিং বেছে নেয় পাকিস্তান। ২৪.১ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান করে ভারত। এরপর বৃষ্টির কারণে রিজার্ভ ডে তে গড়ায় ম্যাচ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম