ভারত ম্যাচের ২০ ঘণ্টা আগে একাদশ জানিয়ে দিল পাকিস্তান
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৮ পিএম
![ভারত ম্যাচের ২০ ঘণ্টা আগে একাদশ জানিয়ে দিল পাকিস্তান](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/09/09/image-716252-1694276881.jpg)
রোববার এশিয়া কাপের নবম ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচের ২০ ঘণ্টা আগে সেরা একাদশ ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গ্রুপে পাকিস্তানের যে দল ভারতের বিপক্ষে খেলেছিল সেটি থেকে একটি বদল হয়েছে। সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের দলই অপরিবর্তিত রেখেছে পাকিস্তান।
ক্যান্ডিতে প্রথম ম্যাচে পাকিস্তান দলে ছিলেন মোহাম্মদ নওয়াজ। বাংলাদেশ ম্যাচে নওয়াজকে বসিয়ে পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে দলে নেয় পাকিস্তান।
বাংলাদেশ ম্যাচে খেলা একাদশ নিয়েই ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জমান, ইমাম উল হক, আগা সালমান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।