Logo
Logo
×

খেলা

আমিরকে দলে ভেড়াল ফরচুন বরিশাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম

আমিরকে দলে ভেড়াল ফরচুন বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়মিত মুখ পাকিস্তানি বোলার মোহাম্মদ আমির। হরহামেশায় বিপিএলের একাধিক দলে খেলার অভিজ্ঞতা আছে তার। এবার আমির নাম লেখালেন ফরচুন বরিশালে।

ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ আছে। সেই সুযোগ কাজে লাগিয়েই বিপিএলের দলগুলো একের পর এক চমক দিচ্ছে। এবার আমিরকে দলভুক্ত করার ঘোষণা দিল ফরচুন বরিশাল।

আগামী আসরকে সামনে রেখে বরিশাল শক্তিশালী দল গড়ার মিশনেই নেমেছে। সেই মিশনের অংশ হিসেবে প্রথমেই তারা দলে ভিড়িয়েছে বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। যদিও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে দলটি। এছাড়া বরিশাল দলে ধরে রেখেছে তিন দেশি ক্রিকেটার- মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয় ও মেহেদী হাসান মিরাজকে।

তাছাড়া বরিশাল দলে ভিড়িয়েছে দুই নতুন মুখকে। পাকিস্তানি পেসার আব্বাস আফ্রিদিকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফরচুন বরিশাল। গত আসরের গ্লোবাল টি-টোয়েন্টি ও পিএসএলে হ্যাটট্রিক করার খ্যাতি আছে আব্বাসের। আর আয়ারল্যান্ডের অধিনায়ক ও তারকা ওপেনার পল স্টার্লিংকেও দলে ভিড়িয়েছে বরিশাল। এছাড়া বরিশালে এবার আরেক বড় নাম শোয়েব মালিক।

একই দিনে বরিশাল আব্বাস আফ্রিদি, পল স্টার্লিং, শোয়েব মালিক ও মোহাম্মদ আমিরকে দলে ভেড়ানোর তথ্য নিশ্চিত করেছে।

তবে গত আসরে বরিশালে খেলা আরেক পাকিস্তানি তারকা ইফতিখার আহমেদ অবশ্য নতুন দলে নাম লিখিয়েছেন। বরিশাল ছেড়ে ইফতিখার নাম লিখিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে।

প্রসঙ্গত, গত আসরে ফরচুন বরিশাল প্লে-অফ থেকেই বিদায় নেয়। তার আগের ফাইনালে উঠেছিল দলটি। তবে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম