ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার সেনানায়েকে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে শ্রীলংকার সাবেক স্পিনার সচিত্রা সেনানায়েকে গ্রেফতার হয়েছেন। বুধবার তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশের মিডিয়া বিভাগ। শ্রীলংকার এই সাবেক ক্রিকেটারকে আগে ভ্রমণ নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল।
সেনানায়েকের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের লঙ্কান প্রিমিয়ার লিগে তিনি একাধিক ক্রিকেটারকে ম্যাচ পাতাতে প্ররোচিত করেছেন। ওই আসরে তিনি খেলেননি। এমনকি আসর চলাকালীন দেশেও ছিলেন না।
বিষয়টি তখনই সংশ্লিষ্ট ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি আইসিসির দুর্নীতি দমন বিভাগকে (আকসু) জানিয়েছিল।
এই ঘটনায় বিস্তারিত তদন্তের জন্য কলম্বোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সেনানায়েকের ওপর তিন মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল গত ১৪ আগস্ট।
তবে তিন মাস হওয়ার আগেই ক্রীড়া দুর্নীতি অনুসন্ধান ইউনিট গ্রেফতার করেছে সেনানায়েকেকে। বুধবার সকালে সেনানায়েকে নিজেই আত্মসমর্পণ করেছিলেন। তারপর গ্রেফতার দেখানো হয়েছে ৩৮ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারকে।
সেনানায়েকে ২০১২-২০১৬ সাল পর্যন্ত শ্রীলংকা জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন। ২০১৪ সাল পর্যন্ত নিয়মিত ছিলেন তিনি।