Logo
Logo
×

খেলা

দুর্দান্ত ইনিংস খেলেও আক্ষেপ মেন্ডিসের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম

দুর্দান্ত ইনিংস খেলেও আক্ষেপ মেন্ডিসের

এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন কুশাল মেন্ডিস। মাত্র ৮ রানের জন্য শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি শ্রীলংকান এই তারকা ব্যাটসম্যান।

৩৯.১ ওভারে দলীয় ২২৬ রানে রান আউট হন মেন্ডিস। তার আগে ৮৪ বলে ৬টি চার আর ৩টি ছক্কার সাহায্যে করেন ৯২ রান। এই রান করার পথে চতুর্থ উইকেটে চারিথ আসালঙ্কার সঙ্গে ৯৯ বলে ১০২ রানের জুটি গড়েন।

মঙ্গলবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে লংকানরা। 

উদ্বোধনী জুটিতে ৬২ বলে ৬৩ রান স্কোর বোর্ডে জমা করেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে। ৩৫ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করে সাজঘরে ফেরেন করুনারত্নে। 

শ্রীলংকা নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে ১৬৪ রানে গুঁড়িয়ে দিয়ে ১১ ওভার হাতে রেখে ৫ উইকেটে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকেও স্বস্তিতে নেই। 

অন্যদিকে আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৮৯ রানের বড় ব্যবধানে হেরে সুপার ফোর নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম