![মাঠে কোহলির ড্যান্স, ভাইরাল ভিডিও](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/09/04/image-714434-1693834623.jpg)
এশিয়া কাপের চলতি আসরে এখনো জয়ের মুখ দেখেনি ভারত। পাকিস্তান ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়া ভারত ইশান কিশান ও হার্দিক পান্ডিয়ার জোড়া ফিফটিতে শেষ পর্যন্ত ২৬৫ রান করে। কিন্তু সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হওয়া উভয় দল ১ পয়েন্ট করে পায়। এতে সুবিধা হয়েছে পাকিস্তানের। তারা প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে ২ আর ভারত ম্যাচে পাওয়া ১ পয়েন্ট নিয়ে সুপার ফোর নিশ্চিত করে।
কিন্তু ভারত প্রথম ম্যাচে মাত্র ১ পয়েন্ট পায়। আজ নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভারত যদি হেরে যায় তাহলে টুর্নামেন্ট থেকেই বিদায় নেবে। তবে ভারত-নেপাল ম্যাচটি যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় তাহলে ভারত ২ পয়েন্ট নিয়ে সুপার ফোরে যাবে।
এশিয়া কাপে প্রথমবার সুযোগ পাওয়া নেপালের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নেমে স্নায়ুচাপে পড়েছে ভারত। যে কারণে ম্যাচের প্রথম ৫ ওভারে ৩টি ক্যাচ মিস করেন স্রেয়াশ আইয়ার, বিরাট কোহলি ও ইশান কিশান।
শুধু ক্যাচ মিস করাই নয়, বাজে ফিল্ডিংয়ের কারণে অনেক রান খরচ করে ভারত। নেপাল ম্যাচে ভারতের যখন এমন অবস্থা তখন মাঠেই মনের আনন্দে ড্যান্স শুরু করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তার সেই ড্যান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Virat Kohli showcasing his dance moves in Nepali song " Kutu Ma Kutu" on the ground! ?? #ViratKohli #AsiaCup2023 #AsiaCup #NepalCricket #NEPvIND #INDvNEP #Like pic.twitter.com/UNdiieGMYx
— ICC Asia Cricket (@ICCAsiaCricket) September 4, 2023