প্রথম ওভারেই তিন ছক্কা। এমন দুর্দান্ত শুরুর পরও চার ম্যাচ সিরিজের প্রথম টি ২০তে ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড। বুধবার চেস্টার লি-স্ট্রিটে ইংল্যান্ড জিতেছে সাত উইকেটে। দাভিদ মালান (৪২ বলে ৫৪) ও হ্যারি ব্রুকের (২৭ বলে ৪৩*) চওড়া ব্যাটে ৩৬ বল বাকি থাকতেই নিউজিল্যান্ডের ১৩৯ রান টপকে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
দল হারলেও ম্যাচে এক উইকেট নেওয়া কিউই অধিনায়ক টিম সাউদি (১৪১) আবারও বাংলাদেশের সাকিব আল হাসানকে (১৪০) টপকে আন্তর্জাতিক টি ২০তে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এককভাবে চূড়ায় উঠেছেন।
সাউদির রেকর্ড গড়ার দিনে দারুণ বোলিংয়ে ২৭ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের অভিষিক্ত পেসার ব্রাইডন কার্স। প্রথম ওভারে তিন ছক্কা হজম করা লুক উডও নেন তিন উইকেট। নিউজিল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৪১ রান গ্লেন ফিলিপসের।