Logo
Logo
×

খেলা

শান্তর ফিফটি, মাঠ ছাড়লেন হৃদয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৫:৩৫ পিএম

শান্তর ফিফটি, মাঠ ছাড়লেন হৃদয়

ডাউন দ্য গ্রাউন্ডে এসে শানাকাকে খেলতে গিয়ে লাইন মিস করে যান হৃদয়, শ্রীলঙ্কার জোরাল আবেদনে সাড়া দেননি ভারতীয় আম্পায়ার জয়ারমন মদনগোপাল। শ্রীলঙ্কা নেয় রিভিউ। ক্রিজ থেকে একটু বেরিয়ে এলেও ইমপ্যাক্টে প্রভাব ফেলেনি তা। এবার শ্রীলঙ্কার রিভিউ সফল হয়েছে। বাংলাদেশ চতুর্থ উইকেট হারিয়েছে দলীয় ৯৫ রানে।

দলের সবশেষ স্কোর ২৭ ওভারে ১১৪ রান। 

নাজমুলের ফিফটি
শানাকার অফ স্টাম্পের বাইরের বলে কাট করে চার, তাতেই ফিফটি হয়ে গেল নাজমুলের। ওয়ানডে ক্যারিয়ারে এ বাঁহাতির এটি চতুর্থ ফিফটি। সেঞ্চুরি আছে একটি। হৃদয়ের সঙ্গে জুটিতে ৫০ রান উঠেছে আগেই। দুইবার জীবন পেয়ে বেশ ধীরস্থির ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে আগলে খেলছেন তিনি। 

তানজিদ-নাঈমের পর নেই সাকিবও
মাতিশা পাতিরানার অফ স্টাম্পের বাইরের বাড়তি বাউন্সের বলে একটু যেন চমকেই গেলেন সাকিব। কাট করতে চেয়েছিলেন, তবে শট খেলে ফেলেন আগেভাগেই। আউটসাইড-এজ যায় উইকেটের পেছনে, কুশল মেন্ডিস বাঁ দিকে ডাইভ দিয়ে নিয়েছেন ভালো ক্যাচ। সেটি ঠিকঠাক নিয়েছেন কি না, তা দেখার জন্য টেলিভিশন আম্পায়ারের কাছে যান মাঠের দুই আম্পায়ার। তবে টেলিভিশন আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেননি সাকিব, ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন তার আগেই। 

পাওয়ারপ্লেতে নড়বড়ে বাংলাদেশ 
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। তবে লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ারপ্লের সুবিধা কাজে লাগাতে পারেননি সাকিব আল হাসানরা। রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন তানজিদ হাসান তামিম। নাঈম শেখও ইনিংস বড় করতে পারেননি। ২৩ বলে ১৬ রান করেছেন তিনি। ১০ ওভারে ২ উইকেটে ৩৪ রান করেছে বাংলাদেশ। 

তানজিদ হাসানের পর নাঈমের বিদায়
প্রথমে ব্যাটিং নিয়ে ধুকছে বাংলাদেশ। তানজিদ তামিমের পর বিদায় নিয়েছেন আরেক ওপেনার নাঈম শেখ। অষ্টম ওভারের চতুর্থ বলে ধনঞ্জয়া ডি সিলভাকে বড় শট খেলতে গিয়েছেন নাঈম। পয়েন্টে সহজ ক্যাচ ধরেছেন পাথুম নিশাঙ্কা। ২৩ বলে ১৬ রান করেছেন নাঈম। ৯ ওভারে ২ উইকেটে ৩১ রান করেছে বাংলাদেশ। ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। 

অভিষেকেই ডাক তানজিদ হাসানের
আন্তর্জাতিক ক্রিকেটে ভুলে যাওয়ার মতো অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। ইনিংসের দ্বিতীয় ওভারে মাহিশ তিকসানার প্রথম বলেই এলবিডব্লুর আবেদন হয়েছিল তামিমের বিপক্ষে। সে যাত্রায় বেঁচে গেলেও  পরের বলেই আউট হয়েছেন নতুন তামিম।  তিকশানার ক্যারম বলে এলবিডব্লু হয়েছেন তামিম। রিভিউ না নিয়েই ড্রেসিংরুমে ফিরেছেন জুনিয়র তামিম। ২ বলে করেছেন ০ রান।

শ্রীলঙ্কা একাদশ-দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশাল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও মাথিশা পাতিরানা

বাংলাদেশ একাদশ- সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম