Logo
Logo
×

খেলা

র‌্যাংকিংয়ে বাবর শীর্ষে, তৃতীয় পজিশনে ইমাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ০৮:০৫ পিএম

র‌্যাংকিংয়ে বাবর শীর্ষে, তৃতীয় পজিশনে ইমাম

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন বাবর আজম। ৭৪৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছেন ইমাম-উল-হক।

বুধবার সাপ্তাহিক র‌্যাংকিংয়ের তালিকা প্রকাশ করে আইসিসি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৮৭৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন। 

চার রেটিং পয়েন্ট বেড়ে তৃতীয় পজিশনেই আছেন ওপেনার ইমাম-উল-হক। ৭৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার রিশি ভেন দার ডুসেন। ৭৩২ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম পজিশনে আছেন ফখর জামান। 

৭৪৩ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ পজিশনে আছেন ভারতীয় তরুণ ওপেনার শুভমান গিল। ৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে নবম পজিশনে আছেন ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

বোলারদের র‌্যাংকিংয়ে ৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান তারকা পেসার জশ হ্যাজলউড। ৬৮৬ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন মিচেল স্টার্ক। ৬৭১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। 

আর অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে সাকিব আল হাসান। দ্বিতীয় পজিশনে মোহাম্মদ নবি। তৃতীয় পজিশনে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। চারে আছেন রশিদ খান।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম