Logo
Logo
×

খেলা

মায়ামির তিন ম্যাচে নেই মেসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৭:২৯ পিএম

মায়ামির তিন ম্যাচে নেই মেসি

আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। ৮ সেপ্টেম্বর ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। 

ফিফার অনুমোদিত ম্যাচ চলাকালীন বন্ধ থাকবে না এমএলএস। ফলে মেসিকে ছাড়াই খেলতে হবে ইন্টার মায়ামিকে। সেপ্টেম্বরের মতো অক্টোবরেও একই অবস্থা হবে।

গতকাল শনিবার রাতে নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হয়েছে লিওনেল মেসির। দলের হয়ে গোলও করেছেন তিনি। 

ম্যাচের পরেই কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন, চলতি মৌসুমে জাতীয় দলের খেলা থাকায় মায়ামির হয়ে তিনটি ম্যাচে খেলতে পারবেন না মেসি।

নিউইয়র্ক রেড বুলসকে প্রথম ম্যাচে ২-০ হারিয়েছে মায়ামি। মেসি পরের দিকে নেমে গোল পেয়েছেন। শুরু থেকে মেসিকে নামাননি কোচ। 

ম্যাচের পর ক্লাবের ওয়েবসাইটে মার্তিনো বলেছেন, আমাদের এ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। কারণ জাতীয় দলে যোগ দেওয়ার কারণে মেসি থাকবে না। এ বছর অন্তত তিনটি ম্যাচে খেলতে পারবে না। পরের বছরও তাই। তাই ও দলে না থাকলেও যাতে ভারসাম্য বজায় থাকে সেই চেষ্টা আমরা করব। এজন্যই আজকের জয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছি আমরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম