পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে রান পাহাড়ে আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১০:৪১ পিএম
পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ; স্পিনার শাদাব খান, ইফতেখার আহমেদ ও উসামা মিরকে তুলোধুনো করে রানের পাহাড় গড়েছে আফগানিস্তান ক্রিকেট দল।
বৃহস্পতিবার শ্রীলংকার মাহিন্দ্র রাজা পাকশে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে আফগানরা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রহমানউল্লাহ গুরবাজের ১৫১ রানের ইনিংসের সুবাদে ৫ উইকেটে ৩০০ রানের পাহাড় গড়ে আফগানরা।
দলের হয়ে ১৫১ বলে ১৪টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১৫১ রানের রেকর্ড গড়েন রহমানউল্লাহ গুরবাজ। ১০১ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৮০ রান করেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। ওপেনিংয়ে তারা ২২৭ রানের দায়িত্বশীল জুটি গড়েন। তাদের ব্যাটিংয়েেই তিনশত রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানরা।
পাকিস্তানের হয়ে ১০ ওভারে ৬১ রান খরচ করে মাত্র এক উইকেট নেন উসামা মির। ১০ ওভারে ৫৮ রানে ২ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ১০ ওভারে ৫৩ রান খরচ করে কোনো উইকেট শিকার করতে পারেননি পাকিস্তানের সহঅধিনায়ক শাদাব খান। ৭ ওভারে ৪৮ রান খরচ করেন হারিস রউফ। ৯ ওভারে ৪৫ রানে ১ উইকেট নেন নাসিম শাহ। ৪ ওভারে ২৪ রান খরচ করেন ইফতেখার আহমেদ।
সিরিজের প্রথম ওয়ানডেতে ২০১ রানে অলআউট হয় পাকিস্তান। কিন্ত হারিস রউফের দুর্দান্ত বোলিংয়ে আফগানদের ৫৯ রানে গুঁড়িয়ে দিয়ে ১৪২ রানের বড় ব্যবধানে জয়ে সিরিজে ১-০তে এগিয়ে যায় পাকিস্তান।