দেশের জনপ্রিয় ধারাভাষ্যকার শামীম আশরাফ বলেছেন, এশিয়া কাপে বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে। তবে অতি আত্মবিশ্বাসী হওয়া যাবে না।
তিনি বলেন, এশিয়া কাপে নেপাল ছাড়া সব দলই খুবই শক্তিশালী। কোনো দলকেই হালকাভাবে নেওয়া যাবে না। আত্মবিশ্বাসী হওয়া যাবে না। সব মিলিয়ে সহজ হবে না টুর্নামেন্টটি।
তিনি আরও বলেন, সাদা বলে বাংলাদেশ সব সময় দুর্দান্ত দল। গত কয়েক বছরে আমরা সেটা বারবার প্রমাণ করেছি। ওয়ানডে সুপার লিগেও শীর্ষ তিনে জায়গা করে নিয়েছিলাম আমরা। এছাড়া তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী।
এক প্রশ্নের উত্তরে শামীম বলেন, আসলে ক্রিকেটে সবাই প্রতিদিন ভালো খেলে না। নির্দিষ্ট করে নাম বলা হলে অবশ্যই সাকিব। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সেরা পারফর্মার। দলের ভিত গড়ে দিতে এখনো মুশফিকই সেরা। আমার মনে হয় মুশফিক দলে বিরাট অবদান রাখবে। মুশফিককে ঘিরেই জুনিয়ররা রান করবে এবং নিজের আত্মবিশ্বাস বাড়াবে। মুশফিক দ্রুত রান তুলতে পারেন। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা জুনিয়রদের সাহায্য করবে।