Logo
Logo
×

খেলা

এশিয়া কাপে আক্রমণাত্মক খেলবেন বাবররা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৬:৪০ পিএম

এশিয়া কাপে আক্রমণাত্মক খেলবেন বাবররা

টি-টোয়েন্টি আসার পর থেকে নতুন নতুন রূপে হাজির হচ্ছে ক্রিকেট। খেলোয়াড়দের ব্যাটিং-বোলিংয়ের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। টেস্ট ক্রিকেটও এখন শম্বুক গতিতে চলে না। দেশে দেশে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। আন্তর্জাতিক, ঘরোয়া ও বিদেশি লিগ মিলিয়ে এখন ক্রিকেটারদের দম ফেলারও ফুরসত নেই। 

টেস্ট খেলুড়ে দেশগুলো তিন ফরম্যাটে নিজেদের মানিয়ে নিতে নতুন নতুন কৌশল অবলম্বন করেছে। পাকিস্তানি প্রধান কোচ গ্রান্ট ব্রাডবার্ন জানিয়েছেন, নতুন আক্রমণাত্মক লুক নিয়ে হাজির হবে তার দল। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে সেই আক্রমণাত্মক মানসিকতা দেখিয়েছে পাকিস্তান। 

তিনি আরও জানিয়েছেন, লাহোর ও করাচিতে গত কয়েক সপ্তাহ ধরে আক্রমণাত্মক দক্ষতার ওপর জোর দিচ্ছেন তার শিষ্যরা।আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ ও এশিয়া কাপেও সেটির বাস্তবায়ন দেখাতে চায় তারা। 

ব্রাডবার্ন বলেছেন, ‘আমরা নেটে দক্ষতা দেখানোর জন্য অনুশীলন করছি না। আমরা সেই দক্ষতা ম্যাচেই দেখাতে চাই এবং এটা কোচ থেকে খেলোয়াড়দের প্রতি অনুরোধ নয়। এটা তাদের জন্যই দরকার, কারণ বৈশ্বিকভাবে খেলাটি ছড়িয়ে পড়ছে। আমরা ক্রিকেট জয়ের জন্য খেলতে চাই।’

এশিয়া কাপের আগে বাবর আজমরা শ্রীলংকায় ২২, ২৪ ও ২৬ আগস্ট তিনটি ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ৩০ আগস্ট মুলতানে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম