Logo
Logo
×

খেলা

ভিডিওতে ইমরানকে না রাখায় পিসিবিকে যা বললেন ওয়াহাব রিয়াজ 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০২:৫৭ পিএম

ভিডিওতে ইমরানকে না রাখায় পিসিবিকে যা বললেন ওয়াহাব রিয়াজ 

পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি ভিডিও প্রথম প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ভিডিও পাকিস্তানের গুরুত্বপূর্ণ ঘটনা দেখানোর পাশাপাশি অনেক লিজেন্ড ক্রিকেটারকে দেখা গেলেও সেখানে দেখা মেলেনি দেশটির একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে।

এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ বিষয়ে এবার মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট থেকে অবসর নেওয়া পেসার ওয়াহাব রিয়াজ।

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেওয়ার আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিডিও থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে বাদ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি দেশটির গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন: জয় হলো ওয়াসিম আকরামের, পিসিবির নতুন ভিডিওতে ইমরান খান 

অভিজ্ঞ সাবেক পেসার ওয়াহাব রিয়াজ বলেন, শৈশবে ইমরান খান, ওয়াসিম আকরাম, ইউনিস খানের মতো ক্রিকেটারদের খেলা দেখে অনুপ্রাণিত হয়ে ক্রিকেট খেলা শিখেছি। তাদের অনুপ্রেরণায় আজ এই জায়গায় এসেছি। 

তিনি বলেন, তারা ছিল আমাদের আদর্শ। তাদের কারণেই আমরা ক্রিকেট খেলতে শুরু করেছি। আমরা কখনই ‘৯২ সালের বিশ্বকাপ ভুলতে পারি না। আমরা কখনই অধিনায়ককে ভুলতে পারি না। ইমরান খান পাকিস্তানকে প্রথম বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তাকে বাদ দিলে পাকিস্তান ক্রিকেটের ইতিহাস বাদ দেওয়া হয়। 

রিয়াজ বলেন, ক্রিকেটার হিসেবে ইমরান খানের মর্যাদা সবসময়ই থাকবে। আমরা সবসময় তাকে আদর্শ হিসেবে সন্মান করি এবং ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি তরুণ প্রজন্মও এসব তারকাকে আদর্শ গ্রহণ করবে।

এ ছাড়া পাকিস্তানের তথা ক্রিকেট ইতিহাসেরই সেরা অধিনায়ক ও অলরাউন্ডারদের একজন ইমরান খানকে ভিডিওতে না রাখায় প্রবল সমালোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ওয়াসিম আকরাম তো কড়া সমালোচনা করে ভিডিও মুছে ক্ষমা চাইতে বলেছেন পিসিবিকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম