Logo
Logo
×

খেলা

যে কারণে এশিয়া কাপের দল ঘোষণা করতে দেরি ভারতের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ১০:৫০ পিএম

যে কারণে এশিয়া কাপের দল ঘোষণা করতে দেরি ভারতের

এশিয়া কাপকে সামনে রেখে গত ৯ আগস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত শনিবার দল ঘোষণা করে বাংলাদেশ। মঙ্গলবার দল ঘোষণা করেছে নেপাল। 

এশিয়া কাপ শুরু হতে আর মাত্র ১৫ দিন বাকি। অথচ এখনো দল ঘোষণা করেনি ভারত, শ্রীলংকা ও আফগানিস্তান।   

ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুল এবং স্রেয়াশ আইয়ারের চোটের আপডেটের জন্যই দল ঘোষণার জন্য সময় নিচ্ছে ভারত। 

একটি সূত্র বলছে, শ্রীলংকায় গরমে ৫০ ওভার কিপিং করা সোজা কথা নয়। যদি অতক্ষণ উইকেট কিপিং করতে রাহুলের কোনো অস্বস্তি না হয়, তাহলেই ওকে নিয়ে দল ঘোষণা হতে পারে। 

বোর্ডের একটি সূত্র বলেছে, তিলক ভর্মার ক্যারিয়ারের শুরুটা ভালোই হয়েছে। ভবিষ্যতে এক দিনের ক্রিকেট খেলতেই পারে কিন্তু দ্রুত ওকে দলে নেওয়া হলে হিতে বিপরীত হতে পারে। তরুণদের ক্যারিয়ার নিয়ে সাবধানে এগোতে হবে।

আগামী ২০ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণা করতে পারে ভারত। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম