Logo
Logo
×

খেলা

পিসিবির ভিডিওতে ইমরান না থাকায় সমালোচনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৭:২১ পিএম

পিসিবির ভিডিওতে ইমরান না থাকায় সমালোচনা

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি ভিডিও পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ভিডিওতে নেই কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। 

শনিবার পাকিস্তান ক্রিকেটের অফিশিয়াল পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে দেখা যায় ৯২ সালের বিশ্বকাপজয়ী দলের তারকা ওয়াসিম আকরাম, জাভেদ মিয়াঁদাদসহ বেশ কিছু ক্রিকেটারকে; কিন্তু সেখানে জায়গা হয়নি পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের। 

পিসিবির সেই ভিডিওতে স্থান পেয়েছে ১৯৯২ সালের বিশ্বকাপ জয়, ২০০০ সালে এশিয়া কাপ জয়, ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, ২০১২ সালের এশিয়া কাপ জয় ও ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের বিশেষ মুহূর্তগুলো। স্থান পেয়েছেন বর্তমান দলের বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও পাকিস্তানের নারী ক্রিকেট দলের সদস্যরাও। 

কিন্তু রাজনৈতিক কারণে জায়গা হয়নি পাকিস্তানের সাবেক অধিনায়ক দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের।

ভিডিওতে পাকিস্তানের কিংবদন্তিকে না রাখা অবশ্য ভালোভাবে নেয়নি সমর্থকরা। সমর্থকদের পাশাপাশি এর সমালোচনা করেছেন সাংবাদিকরাও। 

সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের ক্রিকেট সংবাদকর্মী ফরিদ খান লিখেছেন- ‘১৯৯২ বিশ্বকাপজয়ী ইমরান খান নেই, তাকে উল্লেখ করা হয়নি, সেলিব্রেশন ফটোতেও নেই। প্রথম ভিডিওতে লাইক দিয়েছিলাম, পরে তুলে নিলাম।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম