৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি বিশ্বকাপ খেলতে ভারত সফরে যাওয়া দলগুলোর প্রতি যে ব্যবস্থা থাকবে পাকিস্তানের জন্যও একই ব্যবস্থা থাকবে।
চিরপ্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে পাকিস্তানের জন্য বিশেষ কোনো ব্যবস্থা থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিশ্বকাপের আয়োজক দেশ ভারত।
এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, ভারত-পাকিস্তান ম্যাচকে যুদ্ধ হিসেবে দেখা হলেও আসলে তা নয়! আশা করি, দারুণ একটি ম্যাচ হবে। বিশ্বকাপে আসা প্রতিটি দলের জন্য যেমন ব্যবস্থাপনা থাকবে, পাকিস্তান দলের জন্যও তেমনই ব্যবস্থাপনা থাকবে। আলাদা করে খাতিরের কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলকে অন্য দলগুলোর মতোই খাতির করা হবে। নিরাপত্তার বিষয়টি নিরাপত্তা সংস্থা কিংবা আয়োজকেরা নিশ্চিত করবে। আমরা অবশ্যই চাইব, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব কিছু করা হবে। তবে সেটা শুধু পাকিস্তানের জন্য নয়; বাকি সব দলের জন্যও একই ব্যবস্থা থাকবে।