বিশ্বকাপের গত আসরে স্বপ্নের মতো কেটেছে সাকিব আল হাসানের। ২০১৯ সালের বিশ্বকাপে ৯ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৬০৬ রান করার পাশাপাশি ১১ উইকেট শিকার করেন সাকিব।
বিশ্বকাপে দুর্দান্ত খেলার পর দেশে ফিরে মাত্র ৩ মাসের ব্যবধানে ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় দুই বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব।
সাকিবের সেই দুর্দিনে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন দেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
তিনি লিখেছিলেন- ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!’
মাশরাফির সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হলো। গত ৩ আগস্ট ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
৩০ আগস্ট পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। তার নেতৃত্বে ভারত বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ দল। চার বছর আগে এমন ভবিষ্যদ্বাণীই করেছিলেন মাশরাফি।