এশিয়া কাপে মাহমুদউল্লাহর খেলা নিয়ে যা বললেন পাপন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০৯:০৫ পিএম
চলতি মাসেই পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। ৩০ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য শুক্রবার অধিনায়কের নাম ঘোষণা করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
এদিন গুলশানে নিজের বাসভবনে পাপন বলেন, আমার জানামতে শনিবার এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করবে। তবে এশিয়া কাপের প্রাথমিক দলই বিশ্বকাপে খেলবে।
এশিয়া কাপের দলে মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কিনা- এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি পাপন বলেন, দলে চার-পাঁচজন পেসার থাকবে, তিনজন স্পিনার থাকবে। লিটনের সঙ্গে এক-দুইজন ওপেনার থাকবে। এর সঙ্গে শান্ত আছে, মুশফিক-হৃদয় আছে। এদের বাদ দিয়ে কাকে নেব? আমি অপশন দেখি না। খামাখা মন খারাপ হবে।
পাপন আরও বলেন, মেইন স্কোয়াডে না নিলে একরকম সিদ্ধান্ত- নিয়ে যাব খেলাব না, কিন্তু কিছু প্লেয়ার আছে যাদের মেইন স্কোয়াডে নিলে খেলাতে হবে। তাহলে বাদটা দেব কাকে। সিদ্ধান্তটা অত সহজ না। আমি আপনাদের একটা বিষয় বলি, আমি মনে করি যে দল যাবে (এশিয়া কাপ ও বিশ্বকাপে) তারা ভালো খেলবে।