Logo
Logo
×

খেলা

বৃষ্টিই কাল হলো অস্ট্রেলিয়ার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১১:২৯ পিএম

বৃষ্টিই কাল হলো অস্ট্রেলিয়ার

বার্মিংহ্যাম এবং লর্ডস টেস্টে জিতে অ্যাশেজ সিরিজে ৩-১ ব্যবধানে জয়ের পথেই ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টে ওভালে জয়ের জন্য অজিদের প্রয়োজন ছিল ৩৮৪ রান। 

চতুর্থ দিনে কোনো উইকেট না হারিয়ে ১৩৫ রান করার পর বৃষ্টি শুরু হলে প্রায় দুই সেশন খেলা মাঠে গড়ায়নি। 

সোমবার শেষ দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২৪৯ রান, ইংল্যান্ডের দরকার ছিল ১০ উইকেট। শেষ দিনের শুরুতে দ্রুত তিন উইকেট তুলে নিলেও অধিনায়ক বেন স্টোকসের এক ক্যাচ মিসেই লাগাম হাতছাড়া হয়ে যায় ইংল্যান্ডের। 

বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল তিন উইকেটে ২৩৮ রান। শেষ সেশনে জয়ের জন্য দরকার ছিল ১৪৬ রান। 

একটা সময়ে ৩ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২৬৪ রান। এরপর মাত্র ১১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে পরাজয়ে শঙ্কিত হয়ে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ২৯৪ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন অধিনায়ক প্যাট কামিন্স। 

নবম উইকেটে টড মারফিকে সঙ্গে নিয়ে কিছুটা সময় লড়াই করে যান অ্যালেক্স ক্যারি। তারা ৩৫ রানের জুটি গড়েন। তাদের লড়াইয়ে দল জয় না পেলেও হারের ব্যবধান কমাতে সাহায্য করে। 

৩৮ বল খেলে ১৮ রান করে ফেরেন টড মারফি। এরপর শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে অ্যালেক্স ক্যারিকে যোগ্য সঙ্গ দিতে পারেননি পেসার জস হ্যাজল উড। 

২৮ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন অ্যালেক্স ক্যারি। তার বিদায়ে ৩৩৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন ক্রিস ওকস। ৩ উইকেট নেন মঈন আলী। এছাড়া ২ উইকেট নেন স্টুয়ার্ড ব্রড। 

ওভালে ৪৯ রানের জয়ে সিরিজে ২-২ ব্যবধানে ড্র করে ইংল্যান্ড। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম