শ্রীলংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) ম্যাচে সোমবার মুখোমুখি হয় গল টাইটানস বনাম ডাম্বুলা আরোরা।
ম্যাচের মাঝ পথে মাঠে ঢুকে পড়ে বড় একটি সাপ। সেই সময় বোলিং করতে এসেছিলেন সাকিব আল হাসান। বোলিংয়ের সময় সাপ দেখে তিনি থেমে যান।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠে সাপ প্রবেশের ওই ভিডিও পোস্ট দিয়ে রসিকতা করেই এলপিএলের পেজে ক্যাপশন দেওয়া হয় -এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়? এমনকি শ্রীলংকান বন্য প্রাণীও এলপিএল না দেখে থাকতে পারল না!
চতুর্থ আম্পায়ারের প্রচেষ্টায় মাঠ ছাড়ে সাপ। তখন বোলিং চালিয়ে যান সাকিব। প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ওভারে গিয়ে ম্যাচটি জিতেছিল সাকিবের দল গল টাইটানস।
এদিন আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮০ রান করে গল টাইটানস। লক্ষ্য তাড়ায় নেমে ডাম্বুলাও থামে ১৮০ রানে।
সুপার ওভারে ৯ রান করে ডাম্বুলা। ভানুকা রাজাপাকসের একটি করে ছক্কা ও চারে ২ বলেই সেটি তাড়া কর গল।
এদিন ব্যাট হাতে ১৪ বলে ২৩ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট শিকার করেন সাকিব।
Hello, stranger. Where is your accreditation card? ?
— LPL - Lanka Premier League (@LPLT20) July 31, 2023
Even the Sri Lankan wildlife can't resist the action at the LPL! ?#LPL2023 #LiveTheAction pic.twitter.com/R9Fa5k1D3p