ভারতীয় দলের হয়ে আট বছর খেলার পর একটি চাকরি পেয়েছিলেন এমএস ধোনি। ২০১২ সালে সেই প্রস্তাবে সম্মতিও জানিয়েছিলেন বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক।
ধোনির চাকরির নিয়োগপত্র সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আইপিএল চালু করা ললিত মোদি নিয়োগপত্রটি ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
চেন্নাইয়ের ইন্ডিয়া সিমেন্ট সংস্থা ‘ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং’ হিসাবে নিয়োগপত্র দিয়েছিল ধোনিকে। তার মাসিক বেতন ছিল ৪৩ হাজার রুপি। বিশ্বকাপজয়ী অধিনায়কের মাসিক বেতনের অঙ্ক বিস্মিত করেছে ক্রিকেটপ্রেমীদের।
কারণ, ইন্ডিয়া সিমেন্টের ওই নিয়োগপত্র ধোনি পেয়েছিলেন ২০১২ সালের ৭ জুলাই। ততদিনে ধোনির নেতৃত্বে দুটি বিশ্বকাপ জেতা হয়ে গিয়েছিল ভারতের। তবু ধোনি কেন ইন্ডিয়া সিমেন্টের ওই নিয়োগপত্রে সম্মতি জানিয়েছিলেন, এ নিয়ে বিস্ময় রয়েছে ক্রিকেটপ্রেমীদের।