Logo
Logo
×

খেলা

অবসরের গুঞ্জনকে ‘কৌতুক’ বললেন ওয়ার্নার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০৯:২৯ পিএম

অবসরের গুঞ্জনকে ‘কৌতুক’ বললেন ওয়ার্নার

ইংল্যান্ডে চলমান অ্যাশেজ সিরিজের শুরুতেই গুঞ্জন রটে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তবে এই গুঞ্জনকে ‘কৌতুক’ বলেছেন অজি তারকা ওপেনার। 

বৃহস্পতিবার ওভালে শুরু হবে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচ। মাঠে নামার আগে ডেভিড ওয়ার্নার বলেন, ‘আমি অবসরের ঘোষণা দিইনি। আমি নেটে নিজের সর্বোচ্চটা দিয়ে অনুশীলন করেছি। যদি আমি একাদশে সুযোগ পাই তাহলে নিজের সেরাটা দিয়ে দলকে অ্যাশেজ সিরিজ জেতানোর চেষ্টা করব।’

ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার মাইকেল ভন ফক্স ক্রিকেটকে বলেছিলেন, ‘ম্যানচেস্টারেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল... যদিও এ বিষয়ে আমার কোনো ধারণা নেই; কিন্তু ম্যানচেস্টারে সাংবাদিকেরা বিষয়টি নিয়ে কথা বলছিল। ওয়ার্নার যদি ওভালে খেলে, তাহলে সেটিই হবে তার শেষ টেস্ট। সেখানে স্টিভ স্মিথকে নিয়েও ফিসফাস হচ্ছিল। ওভালে খেলে নাকি স্মিথও অবসর নেবেন।’

গত মাসে ডেভিড ওয়ার্নার জানিয়েছিলেন, এ বছরের শেষে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলেই তিনি টেস্টকে বিদায় জানাবেন। ওয়ার্নার বিদায় নিলে তার শূন্যস্থান পূরণ করবেন কে? এমন প্রশ্নের জবাবে ওয়ার্নার বলেন, ‘আমি সবসময়ই মনে করি ম্যাট রেনশ খুবই ভালো খেলোয়াড়। সে দুই সংস্করণেই খুব সহজেই খেলতে পারে।’ 

ওয়ার্নার আরও বলেন, ‘সে লম্বা ব্যাটার। তার মধ্যে ম্যাথু হেইডেনের অনেক কিছুই আছে। রেনশ তার টেকনিক নিয়ে কাজ করছে এখন। যদিও সে এখন দলের বাইরে, কিন্তু আমি মনে করি, সে খুব আদর্শ ক্রিকেটার।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম