গত শুক্রবার শ্রীলংকার কলম্বোয় ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত।
সেই ম্যাচে ফাইনালের টিকিটি নিশ্চিত করতে নেমে ২১১ রানের টার্গেট তাড়ায় ভারতীয়দের স্লেজিংয়ের শিকার হয়ে বাংলাদেশ অলআউট হয় ১৬০ রানে। ৫১ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।
রোববার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৩৫৩ রানের বিশাল টার্গেট তাড়ায় ২২৪ রানে অলআউট হয়ে ১০৮ রানে হেরে শিরোপা হাতছাড়া করে ভারত।
ফাইনালের আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে সৌম্য সরকারের সঙ্গে স্লেজিং করেন ভারতীয় ক্রিকেটাররা।
সেই ম্যাচের ২৬তম ওভারে সৌম্য সরকারের সঙ্গে তর্কে জড়ান ভারতের হর্ষিত রানা। সৌম্যর দায়িত্ব ছিল দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার কিন্তু স্লেজিংয়ের কারণে উইকেটে বেশি সময় টিকতে পারেননি সৌম্য।
তার বিদায়ের পর মাত্র ৩০ রানের ব্যবধানে ৫ উইকেটে হারিয়ে ১৬০ রানে অলআউট হয় বাংলাদেশ।