ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৯:৫০ পিএম
ইমার্জিং এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো পাকিস্তান।
ইমার্জিং এশিয়া কাপের পঞ্চম আসরের মধ্যে প্রথম দুই আসরে ভারত ও শ্রীলংকার বিপক্ষে হেরে রানার্সআপ হয় পাকিস্তান। আর শেষ দুই আসরে বাংলাদেশ ও ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা নিজেদের করে নেয় পাকিস্তান।
রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তান।
আগে ব্যাটিংয়ে নেমে তাইয়ুব তাহিরের (১০৭) সেঞ্চুরি আর দুই ওপেনার সায়েম আইয়ুব (৫৯) ও শাহেবজাদার (৬৫) জোড়া ফিফটিতে ভর করে ৮ উইকেটে ৩৫২ রানের রেকর্ড গড়ে পাকিস্তান।
ইমার্জিং এশিয়া কাপে দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৪ ওভারে ২২৪ রানেই অলআউট হয় ভারত। ১২৮ রানের জয়ে শিরোপা নিজেদের করে নেয় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৫০ ওভারে ৩৫২/৮ রান (তাইয়ুব তাহির ১০৭, শাহেবজাদা ৬৫, সায়েম আইয়ুব ৫৯, ওমর ইউসুফ ৩৫, মোবাশির খান ৩৫)।
ভারত: ৪০ ওভারে ২২৪ রান (অভিষেক শর্মা ৬১, ইয়েস দুল ৩৯, সাই শুধারান ২৯; সুফিয়ান মুয়িন ৩/৬৬, মেহেরান মুমতাজ ২/৩০)।
ফল: পাকিস্তান ১২৮ রানে জয়ী।