Logo
Logo
×

খেলা

পাঁচ বছর পর বিদেশে কোহলির রেকর্ড সেঞ্চুরি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০৫:০০ পিএম

পাঁচ বছর পর বিদেশে কোহলির রেকর্ড সেঞ্চুরি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কুইন্স পার্ক ওভালে গ্যাব্রিয়েল জোসেফকে বাউন্ডারি হাঁকিয়ে শতরানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। 

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৫০০তম ম্যাচে এই রেকর্ড গড়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। 

বিদেশের মাঠে পাঁচ বছর পর শতরানের দেখা পেলেন বিশ্বসেরা এই ব্যাটসম্যান। এর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার মাঠে সেঞ্চুরি করেছিলেন তিনি। 

টেস্ট ক্রিকেটে কোহলির এটা ২৯তম সেঞ্চুরি। তবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে কোহলির এটা ৭৬তম সেঞ্চুরি। সবচেয়ে বেশি ১০০টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার। 

কোহলির সেঞ্চুরির সুবাদে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ৪৩৮ রান করেছে ভারত। দলের হয়ে ২০৬ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে ১২১ রান করেন কোহলি। 

৯টি চার আর দুই ছক্কার সাহায্যে ৮০ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। সিরিজের প্রথম টেস্টে অভিষেক ম্যাচেই ১৭১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা  হন ইয়েসবি জসওয়াল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৪ বলে ৯টি চার আর এক ছক্কায় করেছেন ৫৭ রান। 

১৫২ বল মোকাবেলা করে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬১ রান করেন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। ৭৮ বলে ৮ চারের সরহায্যে ৫৬ রান করেন স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।  

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন পেসার কেমার রোচ ও স্পিনার জোমেল ওয়ারিক্যান। 

জবাবে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৮৬ রানে শনিবার তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।    

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম