Logo
Logo
×

খেলা

সৌরভের সেই মন্তব্যের জবাবে যা বললেন ওয়াকার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১১:২২ এএম

সৌরভের সেই মন্তব্যের জবাবে যা বললেন ওয়াকার

আগামী মাসে শুরু হচ্ছে এশিয়া কাপ। এর কয়েক দিন পর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। দুই জায়গায়ই রয়েছে ভারত-পাকিস্তানের ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচগুলো নিয়ে আলাদা আকর্ষণ সবসময়ই থাকে ক্রিকেটপ্রেমিদের। আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা-বিশ্লেষণ শুরু হয়ে গেছে। 

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সম্প্রতি মন্তব্য করেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার সেই মন্তব্যে চটেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস।

রাজনৈতিক কারণে ২০১২ সাল থেকে দ্বিপাক্ষীক সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান। আইসিসি বা এশিয়া ইভেন্টেই মুখোমুখি হয় দুদল। সর্বশেষ বিশ্বকাপ মঞ্চে ২০১৯ সালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। 

ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত ম্যাচে বৃষ্টি আইনে পাকিস্তানকে ৮৯ রানে হারিয়েছিল ভারত। আগামী বিশ্বকাপে লিগ পর্বের ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

এর পর গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হয় ভারত ও পাকিস্তানের। এরমধ্যে ২০২১ সালে দুবাইয়ে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে সেটিই ছিল ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়। এরপর ২০২২ সালে মেলবোর্নে বিরাট কোহলির অবিশ্বাস্য ইনিংসে ভর করে পাকিস্তানকে ৪ উইকেটে হারায় ভারত।

গাঙ্গুলির মতে, আগের মত ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা নেই। কারণ একপেশে জয় পেয়েছে ভারত। তিনি বলেন, ‘এই ম্যাচ নিয়ে অনেক বেশি উত্তেজনা থাকে। তবে খেলার মান শেষ কয়েক বছরে সেই পর্যায়ে পৌঁছায়নি। কারণ পাকিস্তানের বিপক্ষে একপেশে জয় পায় ভারত। দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্ভবত প্রথমবার ভারতকে হারায় পাকিস্তান।’

গাঙ্গুলির এমন মন্তব্য শুনে চুপ থাকতে পারেননি পাকিস্তানের ওয়াকার। এক ভিডিও বার্তায় ওয়াকার বলেন, ‘আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি মনে করি, আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। ভারতের বিপক্ষে (২০২১ সালে টি-২০ বিশ্বকাপ) পাকিস্তান যে ম্যাচটি জিতেছিল, সেটি একপেশে ম্যাচ ছিল। আমরা যে ম্যাচটা হেরেছি সেটি খুব কাছাকাছি ম্যাচ ছিল। তাই বলছি,  তোমার যা মন চায় তা তুমি বলতেই পার। ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় বড় ছিল। এই ম্যাচ এতটাই বড় যে, কারও কোনো বক্তব্যের আলাদা গুরুত্ব নেই।’

বিশ্বকাপের আগে আগামী এশিয়া কাপে দেখা হবে ভারত ও পাকিস্তানের। ২ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে দেখা হবে দুই দলের। এর পর সুপার ফোরে উঠলে আরও একবার দেখা হবে দুই দলের।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম