Logo
Logo
×

খেলা

ক্রলির সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৯:৫০ পিএম

ক্রলির সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে ৩১৭ রানে অলআউট করে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড ক্রিকেট দল। 

ক্যারিয়ারের ৬০তম ইনিংসে খেলতে নেমে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন তরুণ ওপেনার জ্যাক ক্রলি। 

অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে জয় পায় অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্ট জয়ে ‍সিরিজে ফিরেছে স্বাগতিক ইংল্যান্ড। চলতি টেস্টে জিতলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার। 

তবে ইংল্যান্ড জিতলে সিরিজে ড্র করার সুযোগ পাবে। তখন শেষ টেস্ট ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হবে। 

ম্যানচেস্টারে চলমান টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে জশ হ্যাজলউড এবং স্টুয়ার্ড ব্রডের গতির মুখে পড়ে ৩১৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। 

দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করে করেন মার্নাস লাবুশেন ও মিচেল মার্শ। ৪৮ ও ৪১ রানে ফেরেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ। এছাড়া ৩৬ রানের অপরাজিত থাকেন মিচেল স্টার্ক। ৩২ রান করে ফেরেন ওপেনার ডেভিড ওয়ার্নার। 

ইংল্যান্ডের হয়ে জশ হ্যাজলউড ৫ উইকেট শিকার করেন। দুই উইকেট নেন স্টুয়ার্ড ব্রড। এই দুই উইকেট শিকারের মধ্য দিয়ে ৬০০ উইকেট শিকারের কীর্তি গড়েন ব্রড। 

জবাবে ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ৯ রান জমা হতেই সাজঘরে ফেরেন ওপেনার ডেভন কনওয়ে। এরপর ওপেনার জ্যাক ক্রলির সঙ্গে ১২১ রানের জুটি গড়ে ফেরেন মঈন আলি। সাজঘরে ফেরার আগে ৮২ বলে সাত চারে করেন ৫৪ রান। 

টেস্ট ক্যারিয়ারের ৬০তম ইনিংসে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন জ্যাক ক্রলি। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২৯৬ রান। ১৭১ এবং ৫৯ রানে ব্যাট করছেন জ্যাক ক্রলি এবং জো রুট। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম