শ্রীলংকার বিপক্ষে গলে চলমান টেস্টে ১৫ বল খেলে ৩টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে আউট হয়েছেন সরফরাজ আহমেদ।
এই ১৭ রানের ইনিংস খেলার পথেই পাকিস্তানের প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ৩০০০ রান সংগ্রহের রেকর্ড গড়েছেন সরফরাজ আহমেদ। টেস্টে ৯১ ইনিংসে তিনি ৪টি সেঞ্চুরি এবং ২১টি ফিফটি হাঁকান।
ওয়ানডেতে ৯১ ইনিংসে ২টি সেঞ্চুরি আর ১১টি ফিফটির সাহায্য ২ হাজার ৩১৫ রান সংগ্রহ করেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। আর টি-টোয়েন্টির ৪২ ইনিংসে ৩টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ৮১৮ রান।
সরফরাজের আগে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে টেস্টে সর্বোচ্চ ২ হাজার ৭৪১ রান করেন মঈন খান।