হোয়াইটওয়াশ এড়াতে নেমে ২৮ রানেই ২ উইকেট হারাল বাংলাদেশ। দলীয় ২ রানে ফেরেন ওপেনার নাইম শেখ। তিনি ৮ বল খেলেও রানের খাতা খোলার সুযোগ পাননি।
৬.৬ ওভারে দলীয় ২৮ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তিনি ১৫ বলে দুই বাউন্ডারিতে ১১ রান করে ফেরেন।
মঙ্গলার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৫.২ ওভারে ১২৬ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন আজমতউল্লাহ ওমরজাই।
বাংলাদেশ দলের হয়ে পেসার শরিফুল নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। একটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।
সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৭ রানে জয় পায় আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে ৩৩১ রান করে ১৪২ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে আফগানরা।