Logo
Logo
×

খেলা

আফগানে পরাস্ত সাকিবরা, ভারতের কাছে হার নিগারদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৬:১৭ পিএম

আফগানে পরাস্ত সাকিবরা, ভারতের কাছে হার নিগারদের

একদিন আগে পরে আফগানিস্তান ও ভারতের কাছে হারল বাংলাদেশ ছেলে ও মেয়ে ক্রিকেট দল। 

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এশিয়ার উঠতি দল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ ক্রিকেট দল। 

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের কাছে ৭ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দলের। 

১১ বছর পর হোম অব ক্রিকেটে খেলতে নেমে ভারতের সঙ্গে পেরে উঠল না বাংলাদেশের মেয়েরা।

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে ২৮ বলে ২৮ রানের অনবদ্য ইনিংস খেলেন স্বর্ণা আক্তার। এছাড়া ২৩ ও ২২ রান করে করেন সোবহানা মোস্তারি ও সাথী রানি।

টার্গেট তাড়ায় ২২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছায় সফরকারী ভারতীয় নারী ক্রিকেট দল। দলের হয়ে ৩৫ বলে ৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক হারমানপ্রিত কৌর। 

এর আগে সবশেষ ২০১২ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরের মাঠে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। এই মাঠে সেটাই ছিল মেয়েদের প্রথম ও একমাত্র সিরিজ। দীর্ঘ দিন পর ফেরাটা রঙিন করতে পারল না তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম