Logo
Logo
×

খেলা

‘আমি বাবর আজমের কী ক্ষতি করেছি?’ 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৫:৪৮ পিএম

‘আমি বাবর আজমের কী ক্ষতি করেছি?’ 

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে মুখোমুখি হয় পেশোয়ার জালমি বনাম করাচি কিংস।

সেই ম্যাচে জালমির অধিনায়ক বাবর আজমের দিকে বল নিয়ে তেড়েফুঁড়ে মারার চেষ্টা করেন করাচির পেসার মোহাম্মদ আমির। তার আগ্রাসী মনোভাব দেখে অনেকেই হতাশ হয়েছেন। একজন পাকিস্তানি আরেকজন পাকিস্তানির সঙ্গে এভাবে রূঢ় মেজাজ দেখাবে তা ক্রিকেটীয় ভদ্রতায় পড়ে না। 

এ ব্যাপারে পাকিস্তানের একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, বাবর আজমের বিরুদ্ধে বোলিং করা আর টেইলেন্ডারের বিপক্ষে বোলিং করা একই কথা। 

আমির বলেন, আমি ব্যক্তিগতভাবে এ ধরনের চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, কারণ এতে আমার আত্মবিশ্বাস বাড়ে। আমার কাজ হলো উইকেট শিকার করা। দলের হয়ে জন্য ম্যাচ জেতা, তাই আমার জন্য বাবর আজম বা ১০ নম্বর পজিশনে কে ব্যাট করতে নামল তা দেখার বিষয় না।

আমিরের এমন আগ্রাসী মনোভাব দেখে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি বলেছেন, তুমি যদি পাকিস্তানের হয়ে খেলতে চাও তাহলে বাবরের অধিনায়কত্বেই খেলতে হবে? তার সাথে এমন ব্যবহার করলে তুমি তার চোখের দিকে কিভাবে তাকাবে? তোমার উচিত নিজের পারফরম্যান্সে ফোকাস করা। আগ্রাসন নিয়ন্ত্রণ করা এবং শান্তিপূর্ণ উদযাপন করা। 

সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির এমন উপদেশ নিয়ে মোহাম্মদ আমির বলেন, আমি তার বার্তা পেয়েছি, তিনি আমার বোলিংয়ের প্রশংসা করেছেন এবং আমার ইনজুরির বিষয়ে খোঁজখবর নিয়েছেন; কিন্তু বাবরের মুখোমুখি হবে কী করে এসব তিনি বলেননি। 

দেশের হয়ে ৬১ ওয়ানডে, ৫০ টি-টোয়েন্টি আর ৩৬ টেস্টে অংশ নিয়ে ২৫৯ উইকেট শিকার করেন আমির। 

তিনি বলেন, খুবই অদ্ভুত ব্যাপার, আমি জানি না এসব কি হচ্ছে। আমি বাবরের কি ক্ষতি করেছি? সে (শহিদ আফ্রিদি) যখন এটা বলেছিল তখন সে কি ভাবছিল আমি জানি না। তবে আমার ধারণা সে একটু দ্রুত কথা বলে, তাই হয়তো ভুল করে এগুলো বলে ফেলেছে। 

আমির আরও বলেন, বাবর আজম এবং আমার মধ্যে ভালো বোঝাপড়া আছে। তার প্রতি আমার শ্রদ্ধাও রয়েছে। সে কখনই আমাকে খারাপ কিছু বলেনি এবং আমার দিক থেকেও একই রকম; কিন্তু জনগণ আমাদের শত্রু মনে করে। এটা এমন কিছু ছিল না। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম