আইসিসি বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপজয়ী দলটি ১৯৮৩ সালে ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ হয়।
এরপর শিরোপা জয় তো দূরে থাক, ফাইনালেও যেতে পারেনি। ২০২০ সালের পর থেকে ধারাবাহিকতা হারাতে থাকে ক্যারিবীয়রা।
৪৮ বছরের বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম বিশ্বকাপে দেখা যাবে না উইন্ডিজকে। বাছাই পর্ব থেকেই বিদায় নেয় ক্যারিবীয়রা।
শুক্রবার বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচেও স্বান্ত্বনার জয় পায়নি উইন্ডিজ।
মহেশ থিকসানার বোলিং নৈপুণ্যের পর পাথুম নিশাঙ্কার সেঞ্চুরি। উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষে ম্যাচেও জয় ছিনিয়ে নিতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
শুক্রবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করে ২৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন কেসি ক্যার্টি। শ্রীলংকার হয়ে ৩৪ রানে ৪ উইকেট নেন মহেশ থিকসানা।
টার্গেট তাড়া করতে নেমে পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে ভর করে ৩৪ বল হাতে রেখে ৮ উইকেটের দাপুটে জয় পায় শ্রীলংকা। দলের জয়ে ১১৩ বলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ১০৪ রান করেন নিশাঙ্কা। এছাড়া ৯২ বলে ৭ চারে ৮৩ রান করেন আরেক ওপেনার দিমুথ করুনারত্নে। ৪৩ বলে ৩৪ রান করেন কুশাল মেন্ডিস।