অস্ট্রেলিয়াকে ২৬৩ রানে অলআউট করে বড় স্কোর গড়ার স্বপ্ন ছিল ইংল্যান্ডের; কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের গতির মুখে পড়ে পুরোপুরি বিধ্বস্ত ইংল্যান্ড।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৩৭ রানে অলআউট ব্রিটিশরা। দলের হয়ে ১০৮ বলে ৬টি চার আর ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮০ রান করেন অধিনায়ক বেন স্টোকস।
৩৯ বলে ৩৩ রান করেন জ্যাক ক্রলি। মাত্র ৮ বলে এক চার আর ৩ ছক্কার সাহায্যে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেন মার্ক উড। ২১ রান করেন মইন আলী। অস্ট্রেলিয়ার হয়ে ৯১ রানে ৬ উইকেট নেন প্যাট কামিন্স।
বার্মিংহ্যাম ও লর্ডস টেস্টে জিতে অ্যাশেজ সিরিজ জয়ের পথেই রয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার লিডসে শুরু হয় পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট।
সিরিজ বাঁচাতে হলে এই টেস্টে জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিক ইংল্যান্ডের। অথচ অস্ট্রেলিয়ার করা ২৬৩ রানের জবাবে ২৩৭ রানেই ইনিংস গুটায় ইংল্যান্ড।