Logo
Logo
×

খেলা

হজ থেকে ফিরে প্রিয় সতীর্থের অবসর নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ১২:৫১ পিএম

হজ থেকে ফিরে প্রিয় সতীর্থের অবসর নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

ফাইল ফটো

আগেই টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন। খেলছিলেন টেস্ট ও ওয়ানডে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন তামিম ইকবাল।

ওয়ানডে অধিনায়কের অবসর ঘোষণায় সাবেক-বর্তমান অনেক ক্রিকেটার ব্যথিত হয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে নিয়ে পোস্ট করেছেন। দীর্ঘদিনের প্রিয় সতীর্থকে নিয়ে মাশরাফি-তাসকিনদের মতো স্ট্যাটাস দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও।

পবিত্র হজ পালন করতে সৌদি আরব ছিলেন মাহমুদউল্লাহ। দেশে ফিরেই তামিমের এমন সংবাদে মর্মাহত হয়েছেন তিনি। দুঃখ প্রকাশ করেছেন তামিমের কাছে।

মাহমুদউল্লাহ তার স্ট্যাটাসে বলেন, গতরাতে হজ থেকে ফিরে এসে হঠাৎ আজ শুনলাম তামিমের অবসরের কথা। প্রতিটি অবসরের সিদ্ধান্তই দুঃখের।

এই খবর শুনে আমি খুবই মর্মাহত ও দুঃখ পেয়েছি। আমরা এত বছর ধরে টিম মেট হিসেবে ছিলাম, অনেক স্মৃতি আমাদের। বাংলাদেশের ক্রিকেটে তার (তামিমের) অবদান অপরিসীম। আমি তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। মহান আল্লাহ তার মঙ্গল করুন।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম