Logo
Logo
×

খেলা

বাবরের অধিনায়কত্ব নিয়ে যা বললেন মিকি আর্থার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ১১:০৭ এএম

বাবরের অধিনায়কত্ব নিয়ে যা বললেন মিকি আর্থার

পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বাবর আজমের প্রশংসা করেছেন দলটির টিম ডিরেক্টর মিকি আর্থার। সেই সঙ্গে তার নেতৃত্বে সন্তুষ্টিও প্রকাশ করেছেন তিনি। 

অধিনায়কত্বে সম্ভাব্য পরিবর্তনের পরামর্শ দেওয়ার গুঞ্জনের মধ্যে আর্থার নিশ্চিত করেছেন যে, তিনি বাবরকে সমর্থন করেন। এমনকি এ বিষয়ে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গেও কথা বলেছেন। 

এ বিষয় আর্থার বলেন, বাবর একজন নেতা হিসাবে বেড়ে উঠেছেন, পরিপক্ব হয়েছেন। পাকিস্তানের নেতৃত্ব দেওয়াটা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আর্থার আরও বলেন, বাবর আমার জন্য গর্বের বিষয়। তিনি যেভাবে একজন বিশ্বমানের ব্যাটসম্যান হিসেবে গড়ে উঠেছেন এবং একজন নেতা হিসেবে পরিপক্ব হয়েছেন। আমাদের 'দ্য পাকিস্তানি ওয়ে' ক্রিকেট খেলার সম্পূর্ণ নতুন দর্শন বাবরকে ঘিরেই তৈরি হয়েছে।

তিনি বলেন, পাকিস্তান ক্রিকেটে অনেক কাটাছেঁড়া ও পরিবর্তন হচ্ছে। নির্বাচনের পাশাপাশি কোচিংয়ের ভূমিকার ক্ষেত্রেও। আমি পাকিস্তান দলে স্থিতিশীলতা আনতে চেয়েছিলাম। এটা সবাই জানে যে আমি এবং বাকি ম্যানেজমেন্ট সম্পূর্ণভাবে বাবরকে সমর্থন দিয়েছিলাম। 

তিনি আরও বলেন, পাকিস্তানের প্রচুর প্রতিভাবান ক্রিকেটার রয়েছে এবং তার যে কোনো দলকে যে কোনো জায়গায় হারানোর ক্ষমতা রাখে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম