আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক দেশের হয়ে ১৫তম ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট খেলার অপেক্ষায় আছেন।
বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের লিডসে শুরু হবে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট। এই টেস্টের মধ্য দিয়ে ক্যারিয়ারের ১০০তম টেস্টে অংশ নেবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।
ক্যারিয়ারের ঐতিহাসিক টেস্টে জয়ের মধ্য দিয়ে অ্যাশেজ সিরিজ নিজেদের করে নিতে চান স্মিথ। দ্য সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি এমনটি জানিয়েছেন।
স্মিথ বলেছেন, অস্ট্রেলিয়ার হয়ে আমার আগে ১৪ জন ক্রিকেটার শততম টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। আমার ঐতিহাসিক টেস্টে জয় পেলে খুব ভালো লাগবে। লিডসে জয় পেলে আমাদের সিরিজ নিশ্চিত হবে।
অস্ট্রেলিয়ার হয়ে ৯৯ টেস্টে ৩২টি সেঞ্চুরির সাহায্যে ৯ হাজার ১১৩ রান করা স্মিথ আরও বলেন, ১০০টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাওয়া দুর্দান্ত ব্যাপার। আমি সেই মুহূর্তের অপেক্ষায় আছি।