Logo
Logo
×

খেলা

রশিদে অনুপ্রাণিত আফগানরা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ১০:৫৫ এএম

রশিদে অনুপ্রাণিত আফগানরা

রশিদ খান

একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও চট্টগ্রামে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় আফগানিস্তান। এমন প্রত্যাশার কথা জানালেন অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এই ভেন্যুতে টেস্ট জিতেছি, ওয়ানডে সিরিজ ২-১ এ হেরেছি। নতুন পরিকল্পনায় প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ, প্রথম ম্যাচেই আমরা সর্বোচ্চটা দিয়ে খেলব। বাংলাদেশের বিপক্ষে টেস্টে লজ্জাজনক পরাজয়ে দলে ছিলেন না অভিজ্ঞ রশিদ খান। ওয়ানডেতে তিনি ফিরেছেন, যা দলের জন্য বাড়তি অনুপ্রেরণা বলে জানালেন অধিনায়ক।

বললেন, ‘সে (রশিদ) আমাদের অনেক বড় খেলোয়াড়। একাদশে যখন রশিদের মতো ক্রিকেটার থাকে, অধিনায়ক হিসাবে আমাকে তা অনেক বেশি আÍবিশ্বাস দেয়। সে টেস্ট ম্যাচ খেলেনি। এখন সে আমাদের জন্য ভালো কিছু করবে।’

‘টেস্ট ম্যাচ আমাদের শিক্ষা দিয়েছে। আবুধাবিতে আমরা ১৫ দিন ক্যাম্প করেছি। টেস্টে যা করতে পারিনি, এবার আমরা তা করার জন্য প্রস্তুত,’ বলেন অধিনায়ক। শহীদি বলেন, ‘আমরা প্রতিপক্ষের পুরো টিমকে নিয়ে চিন্তা করছি। আলাদাভাবে কাউকে নিয়ে নয়। নিজেরা মাঠে কেমন খেলব সেটা আমাদের মূল বিষয়।’ বাংলাদেশকে নিয়ে আফগান অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ সব সময় নিজেদের মাঠে ভালো খেলে। ওয়ানডেতে গত কয়েক বছর ধরে তারা ভালো খেলছে। আমরাও ওয়ানডেতে ভালো খেলছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম