Logo
Logo
×

খেলা

‘বাংলাদেশে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৫:৩৪ পিএম

‘বাংলাদেশে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ’

সবশেষ কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। 

ফাইনালে আর্জেন্টিনার গোলপোস্টের অতন্ত্র প্রহরীর ভূমিকায় ছিলেন মার্তিনেজ। তার দূরদর্শিতার কারণেই পরাজয়ের শঙ্কা কাটিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি। 

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখা এমিলিয়ানো মার্তিনেজ সোমবার ঝটিকা সফরে বাংলাদেশে এসেছেন। এদিন ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সোজা হোটেলে চলে যান। 

হোটেলে কিছুক্ষণ ঘুমিয়ে চলে যান বাড্ডার প্রগতি সরণিতে। সেখানে মার্তিনেজের অপেক্ষায় ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তার ছেলেমেয়েরা। সেখান থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সোজা বিমানবন্দরে চলে যান মার্তিনেজ। তার এই ১১ ঘণ্টার ঝটিকা সফরে হাতেগোনা কয়েকজন মানুষ ছাড়া আর কারো সঙ্গেই দেখা সাক্ষাৎ হয়নি। 

মার্তিনেজকে এক নজর দেখার জন্য হাজারও ভক্ত অপেক্ষায় ছিলেন। কিন্তু তারা সেই সুযোগই পেলেন না। কালো কাচের আড়ালে থাকায় সাংবাদিকরাও তার ছবি তুলেতে পারেননি। 

বাংলাদেশ সফরে এসে মার্টিনেজ বলেন, থ্যাংক ইউ বাংলাদেশ আমাকে এ দেশে আমন্ত্রণ জানানোর জন্য।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম