ঈদুল আজহা উপলক্ষ্যে সারা পৃথিবীর মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল পশু জবাই করেছেন।
সকল মুসলমানের মতো পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিও পশু জবাই করে কুরবানি দিয়েছেন।
পাকিস্তানের তারকা ক্রিকেটার নিজের কোরবানির পশুর একটি ভিডিও ২৯ জুন তথা ঈদের দিন সকাল ৮.০৯টায় সামাজিক যোগাযোগের মাধ্যমে পোষ্ট করেছেন। সেই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হয়ে যাওয়া আফ্রিদির সেই কোরবানির পশুর ভিডিও নিয়ে নিউজ করেছে ভারতের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা।
তাদের প্রতিবেদনে বলা হয়, আফ্রিদির কোরবানি করা বিশেষ প্রজাতির স্বাস্থ্যবান গরুটির দাম ৪ কোটি।
কুরবানি দেওয়ার পর গরুর গোস্ত স্থানীয় গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি।
প্রসঙ্গত, শহিদ আফ্রিদি পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে এবং ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে তিনি ১১ হাজারের বেশি রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৫৫০ উইকেট শিকার করেন।