Logo
Logo
×

খেলা

বাংলাদেশকে জিতিয়ে হাসপাতালে তারিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৯:৩৩ পিএম

বাংলাদেশকে জিতিয়ে হাসপাতালে তারিক

হারলেই বিদায়, জিতলে সেমিফাইনালের আশা টিকে থাকবে। এমন কঠিন সমীকরণের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ ফুটবল দল। 

মালদ্বীপের মতো শক্তিশালী প্রতিপক্ষকে ৩-১ গোলে হারিয়ে সেমির আশা টিকে রাখল বাংলাদেশ। 

রোববার ভারতের শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ১৭ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়া দলকে ৪২ মিনিটে সমতায় ফেরান রাকিব হাসান। 

৬৭ মিনিটে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন তারিক রায়হান কাজী। খেলার একেবারে শেষ মুহূর্তে গোল করে দলের জয় নিশ্চিত করেন শেখ মোরসালিন। 

বাংলাদেশের জয়ে ৬৭ মিনিটে গোল করে উল্লাসে মেতে ওঠেন তারিক রায়হান কাজী। সেই গোলের পর বড় এক চোটই পেয়েছেন এই ডিফেন্ডার। ম্যাচের ৮২ মিনিটের পর মাঠ ছাড়তে হয়েছে ফিজিওর কাঁধে ভর করে। 

তারিকের চোট কতটা গুরুতর সেটা জানা যাবে মেডিকেল রিপোর্ট পাওয়ার পরই। তবে বুধবার ভুটানের বিপক্ষে তার খেলার সম্ভাবনা কম। 

তারিকের চোট নিয়ে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, এই মুহূর্তে তারিকের চোট নিয়ে আপনাদের কিছু বলতে পারব না। এটা আমাদের মেডিকেল ডিপার্টমেন্টই ভালো বলতে পারবে।

মালদ্বীপ ম্যাচে চোট নিয়ে ম্যাচ ছেড়েছেন বাংলাদেশের প্রথম গোলদাতা রাকিব হোসেনও। তাকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই বলে মন্তব্য কোচ কাবরেরার। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম