পাকিস্তানের দাবির প্রেক্ষিতে যা বললেন ভারতীয় তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০৭:২৪ পিএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের খসড়া সূচিতে বেঙ্গালুরু ও চেন্নাইয়ে দুটি ম্যাচ পড়েছে পাকিস্তানের। এই দুই ভেন্যুতে ম্যাচ খেলতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
যে কারণে আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের জন্য আবেদন করেছে পিসিবি। তাদের সেই দাবি আইসিসি মানবে বলে বিশ্বাস হয় না ভারতীয় তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের।
পিসিবির ভেন্যু পরিবর্তনের অনুরোধ প্রসঙ্গে রবিচন্দ্রন অশ্বিন বলেন, পাকিস্তান তাদের চিঠিতে বলেছে, চেন্নাইয়ের কন্ডিশন আফগানিস্তানকে বেশ সুবিধা দেবে। ভেন্যু পরিবর্তন করলে তাই সুবিধা হবে পাকিস্তানের। আইসিসি তাদের (পাকিস্তান) অনুরোধ রাখবে, এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।
ভারতীয় এই অভিজ্ঞ স্পিনার আরও বলেন, যদি পাকিস্তান নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট কারণ দেখাতে পারত, তাহলে হয়তোবা ভেন্যু পরিবর্তন হতো। বর্তমান সূচি অনুযায়ী, বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলবে এবং চেন্নাইতে হবে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। পিসিবি ভেন্যু অদলবদল করতে চাইছে। তাদের এই অনুরোধ বেশ অদ্ভুত।
২৭ জুন বিশ্বকাপের খসড়া সূচি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।