১০ হাজারি ক্লাবে পৌঁছে বাটলার
টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছে গেলেন জস বাটলার। এর পর আরও বিধ্বংসী ইংল্যান্ডের ওপেনার। ঝড় তুলে ভাইটালিটি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারকে দুটি পয়েন্ট এনে দিয়ে কোয়ার্টার ফাইনালের কাছে নিলেন তিনি।
৩৯ বলে ৮ চার ও ৬ ছয়ে ৮৩ রানে ১২তম ওভারে আউট হন বাটলার। জামান খানের বলে ডু প্লুইয়ের ক্যাচ হন। এর আগে জাতীয় দলের সতীর্থ ও ক্লাব অধিনায়ক লিয়াম লিভিংস্টোনের সঙ্গে মাত্র ৪১ বলে ১০১ রানের দ্বিতীয় উইকেট জুটি গড়েন এই ব্যাটার। টি-টোয়েন্টিতে ৩৫০ ইনিংস খেলে ১০০৮০ রান বাটলারের ঝুলিতে।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়কের ইনিংসে ভর করে ল্যাঙ্কামায়ার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৫ ওভারে করে ৪ উইকেটে ১৭৭ রান। জবাবে ডার্বিশায়ার ৭ উইকেটে ১৫০ রানে থামে। দলটির হয়ে ৪৫ রান করেন হ্যারি কেম। ডার্বিশায়ার ২৭ রানের হারে নেমে গেছে সাতে। আর ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে ল্যাঙ্কাশায়ার।