অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে উসমান খাজার ব্যাটে জয় দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২৮১ রানের টার্গেট তাড়ায় দলকে ইনিংসের শুরু থেকেই স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন উসমান।
প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন উসমান খাজা। তার ১৪১ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডের করা ৩৯৩/৮ রানের জবাবে ৩৮৬ রান করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।
৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্যাট কামিন্সের গতি আর লেগ স্পিনার নাথান লিয়নের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ২৭৩ রানে অলআউট হয় ইংল্যান্ড।
জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় ২৮১ রান। টার্গেট তাড়ায় ১৪৩ রানেই প্রথমসারির ৫ ব্যাটসম্যান-ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, স্কট বোল্যান্ড ও ট্রাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া।
দলের ব্যাটিং বিপর্যয়ে ইনিংসের শুরু থেকেই উইকেটের একপ্রান্ত আগলে রাখেন উসমান খাজা।
পঞ্চম দিনের টি ব্রেকের আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান। ৫৬ রানে ব্যাট করছেন উসমান খাজা। ২২ রানে তাকে সঙ্গ দিচ্ছেন ক্যামেরন গ্রিন। মিনিমাম আরও ৩৮ ওভার খেলা হবে। জয়ের জন্য অস্ট্রেলিয়াকে আরও ৯৮ রান করতে হবে।