Logo
Logo
×

খেলা

সৌদির দূত হিসেবে মেসি পাবেন ২৬৬ কোটি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৩, ০৬:৪৩ পিএম

সৌদির দূত হিসেবে মেসি পাবেন ২৬৬ কোটি

পর্যটন দূত হিসেবে ফুটবলের বিশ্ব তারকা লিওনেল মেসির সঙ্গে তিন বছরের চুক্তি করেছে সৌদি সরকার। 

এই চুক্তিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক পাবেন ২ কোটি ২৫ লাখ ইউরো তথা বাংলাদেশি মুদ্রায় ২৬৬ কোটি টাকা। 

এই চুক্তি অনুযায়ী পরিবার নিয়ে বছরে একবার পাঁচ দিনের সফর অথবা তিন দিন করে বছরে দুবার সৌদিতে যাবেন মেসি। 

মেসির পরিবার, বন্ধুসহ সর্বোচ্চ ২০ জনের খরচ দেবে সৌদি আরব সরকার। তাতে মেসি পাবেন ১৮ লাখ ইউরো। 

একই সঙ্গে বাণিজ্যিক অনুষ্ঠানে থাকা ও সৌদির পর্যটন নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করতে হবে আর্জেন্টাইন এই তারকা ফুটবলারকে। শর্ত হিসেবে সৌদি আরবের অসম্মান হয় এমন কোনো পোস্ট সামাজিক মাধ্যমে করতে পারবেন না। 

গত মাসে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে মেসি পরিবার নিয়ে বেড়াতে যাওয়ায় দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। খতিব তখন টুইট করেন, ‘আমি অত্যন্ত খুশির সঙ্গে সৌদি আরবের পর্যটন দূত লিওনেল মেসি আর তার পরিবারকে সৌদিতে স্বাগত জানাতে পেরে খুব খুশি। দ্বিতীয়বারের মতো সৌদি আরবে তারা ছুটি কাটাতে এসেছেন। সৌদি আরবের আতিথেয়তার অভিজ্ঞতা নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের সৌদিতে আমরা স্বাগত জানাই।’ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম